রবিবার ২৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | পুজোর মুখেই সুখবর, মজুরি নিয়ে বড় সিদ্ধান্ত, হাসি ফুটবে শ্রমিকদের মুখে

Riya Patra | ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০ : ৫০Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ প্রায় তিন বছরের টালবাহানার পর দুর্গাপুজোর মুখে অবশেষে রাজ্যের কয়েক লক্ষ বিড়ি শ্রমিকদের জন্য সুখবর। আগামী নভেম্বর মাসের ১ তারিখ থেকে মুর্শিদাবাদ, মালদা, বীরভূম ,পুরুলিয়া, উত্তর দিনাজপুর ,দক্ষিণ দিনাজপুর এবং ঝাড়খণ্ডের পাকুড় জেলার বিড়ি তৈরির কারিগরদের মজুরি বাড়তে চলেছে। 

 

শনিবার মুর্শিদাবাদের জঙ্গিপুরে একাধিক বিড়ি শ্রমিক ইউনিয়ন এবং মালিকপক্ষের সঙ্গে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা দীর্ঘ বৈঠক শেষে সিদ্ধান্ত হয়েছে আগামী নভেম্বর মাসের ১ তারিখ থেকে এক হাজার বিডি তৈরির মজুরি ২৪ টাকা বেড়ে হবে ২০২ টাকা। এই চুক্তিপত্রে ৯ টি বিড়ি শ্রমিক ইউনিয়ন এবং মালিকপক্ষের তরফে ঔরঙ্গাবাদ ও ধুলিয়ান বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পদাধিকারীরা স্বাক্ষর করেছেন বলে জানা গিয়েছে। 

 

ঔরঙ্গাবাদ বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজকুমার জৈন বলেন, '২০২১ সালের ২৮শে সেপ্টেম্বর বিড়ি শ্রমিকদের মজুরি শেষবারের মতো বেড়েছিল। বিড়ি শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকরা মজুরি বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন। শনিবার বিডি শ্রমিকদের ন' টি ইউনিয়নের সঙ্গে বসে দীর্ঘ আলোচনার পর স্থির হয়েছে আগামী ১ নভেম্বর থেকে ১০০০ বিড়ি তৈরির মজুরি ১৭৮ টাকা থেকে বেড়ে ২০২ টাকা হবে।'

 

 

তিনি আরও বলেন, 'বিড়ি শ্রমিক ইউনিয়নের সঙ্গে এই চুক্তির ফলে রাজ্যের প্রায় ২০ লক্ষের বেশি বিড়ি শ্রমিক উপকৃত হবে। সবথেকে বেশি উপকৃত হবেন মালদা এবং মুর্শিদাবাদের বিপুল সংখ্যক বিড়ি শ্রমিক।'

 

 

১০০০ বিড়ি তৈরির জন্য সরকার ঘোষিত মজুরি ২৭৪ টাকা হলেও বিড়ি শিল্পের বর্তমান দুরবস্থার কারণে বেশিরভাগ জায়গাতেই শ্রমিকরা ১৭৮ টাকা মজুরি পান না বলে অভিযোগ। যদিও বিড়ি শ্রমিকদের ইউনিয়নগুলি দীর্ঘদিন ধরে সরকার ঘোষিত মজুরি পাওয়ার জন্য আন্দোলন করছে। 

জানা যায়, বাস্তব অবস্থার কথা বিড়ি শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পদাধিকারীদের বারবার বুঝিয়ে বলার পর তারা ২০২ টাকা মজুরি মেনে নিতে রাজি হয়েছে। সূত্রের খবর, শনিবার অনেক রাত পর্যন্ত চলা এই বৈঠকে একাধিকবার শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে মালিকপক্ষের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। বৈঠকের ঘর ছেড়ে দু'পক্ষই বেরিয়ে গিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে।  

রাজকুমার জৈন বলেন, 'যেহেতু মুর্শিদাবাদের বিড়ি শিল্পের সঙ্গে মালদা, দুই দিনাজপুর ,পুরুলিয়া ,বীরভূম এবং পাকুড় জেলার নিবিড় সম্পর্ক রয়েছে সেই কারণে এই মজুরি বৃদ্ধির সুফল এই জেলাগুলোতে বিড়ি তৈরির সঙ্গে যুক্ত শ্রমিকরাও পাবেন।'

 

জঙ্গিপুর মহকুমা বিড়ি শ্রমিক ইউনিয়নের সম্পাদক মহম্মদ আলি রেজা বলেন, ' আমরা সরকার ঘোষিত মজুরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। কিন্তু বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে শ্রমিকদের স্বার্থে আমরা ২৪ টাকা মজুরি বৃদ্ধির আপাতত মেনে নিয়েছি। ভবিষ্যতে আরও মজুরি বৃদ্ধির জন্য আমাদের আন্দোলন জারি থাকবে।'


#Murshidabad#Workers meeting# Durga puja# Birbhum# Purulia#



বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

ভয়াবহ হচ্ছে মানিকচকের বন্যা পরিস্থিতি, এলাকা ছাড়তে মাইকিং প্রশাসনের ...

মোবাইলে গেম খেলছিলেন দুই বন্ধু, আচমকা রক্তারক্তি রাস্তায়...

পারিবারিক অশান্তির জেরে অকথ্য গালিগালাজ, তরুণীর গলায় কোপ প্রতিবেশী যুবকের ...

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, বেসরকারি হাসপাতালে ব্যাপক বিক্ষোভ পরিবারের ...

হালকা বৃষ্টি চলবেই, বাড়বে চরম ভ্যাপসা গরম, মহালয়ায় ফের দুর্যোগের পূর্বাভাস ...

প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বাড়িতে রুদ্ধদ্বার বৈঠকে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ ...

সৌজন্য বলেও অনুব্রতর সঙ্গে বৈঠকের পর কাজল শেখের মুখে একসঙ্গে চলার বার্তা...

ত্রাণ নিয়ে টানাটানি, মালদায় বন্যা কবলিত এলাকায় পৌঁছানোর আগেই কাড়াকাড়ি লাগিয়ে দিলেন স্থানীয়রা...

সরকারি আইন কলেজগুলির পরিকাঠামো এবং শিক্ষার মানের ভূয়সী প্রশংসায় হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম...

বর্ধমানে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার ...

কাশ্মীরে ঝর্নার ছবি তুলতে গিয়ে খাদে পড়ে প্রাণ হারালেন পর্যটক...

গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের চারজন ...

জলদাপাড়ায় চোরাশিকার রুখতে বন বিভাগের তৎপরতা বৃদ্ধি, জারি হাই অ্যালার্ট...

পুজোয় উত্তরবঙ্গ ভ্রমণে বাধা হতে পারে বৃষ্টি, কী ব্যবস্থা নিল সেচ দপ্তর? ...

শারদোৎসবে নারী নিরাপত্তায় বিশেষ উদ্যোগ চন্দননগর কমিশনারেটের...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



09 24